হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের বাঘাইছড়ি ইউনিট কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

আজ বুধবার বিকাল ৩ ঘটিকায় সামাজিক সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন “হৃদয়ে বাঘাইছড়ি”র নবগঠিত ২০২০-২১ সালের ‘বাঘাইছড়ি ইউনিট’ কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান সোহাগ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি, রাঙ্গামাটি ইউনিট, চট্টগ্রাম ইউনিট, খাগড়াছড়ি ইউনিট সহ বাঘাইছড়ি ইউনিটের প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী।

মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন পর হৃদয়ে বাঘাইছড়ির সভা অনুষ্ঠিত হয়, সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঘাইছড়ি ইউনিটের সভাপতি মোঃ তৈয়বুর রহমান।

সংগঠনের ভবিষ্যত কার্যক্রম ও বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক সজীব চক্রবর্ত্তী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মামুন উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অর্কিড চাকমা, বাঘাইছড়ি ইউনিট সাধারণ সম্পাদক মোঃ রিপন, বাঘাইছড়ি ইউনিট সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, বাঘাইছড়ি ইউনিট কার্যকরী সদস্য মোঃ মাসুদ, বাঘাইছড়ি ইউনিট সহ সাংগঠনিক সম্পাদক প্রান্ত চাকমা – আলীমুল ইসলাম সবুজ, বাঘাইছড়ি ইউনিট সহ ব্লাড ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, রাঙ্গামাটি ইউনিট শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম শাকিল, চট্টগ্রাম ইউনিট প্রচার সম্পাদক মোঃ ইমাম হোসেন আসিফ সহ প্রমুখ।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা আয়োজন করার অনুমতি প্রদান করার জন্য সকলে উপজেলা নির্বাহী অফিসার জনাব শরিফুল ইসলাম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগীতা কামনা করে সভার সমাপ্তি করেন কেন্দ্রীয় সভাপতি মোঃ নজরুল ইসলাম।

#প্রেস রিলিজ