শিজক বাজারে ভয়াবহ অগ্নিকান্ড প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২১ //নিজস্ব প্রতিবেদক// আজ (২৪ সেপ্টেম্বর) বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজক (কলেজ রোড) বাজারে আনুমানিক রাত সাড়ে ৮ ঘটিকায় অগ্নিকান্ড ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুণের সুত্রপাত বলে স্থানীয়দের ধারনা। স্থানীয়দের সহযোগীতায় ঘন্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুণ নিয়ন্ত্রণে আসে, তবে এর মধ্যে ৩ টি দোকান ও একটি রাইসমিল সম্পুর্ন পুড়ে যায়। আগুণে পোড়ার দৃশ্য আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা হলেন, দোকান মালিক মকিলো চাকমা, সুবজ জ্যোতি চাকমা, ভাগ্য সাধন চাকমা, এবং রাসমিল মালিক জুয়েল চাকমা। এই অগ্নিকান্ডের ফলে ধারনা করা যাচ্ছে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য যে, বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রায় সময়ই বিভিন্ন বাজারে ও বসত বাড়িতে অগ্নিকান্ডের ফলে নিঃশ্ব হয়ে যাচ্ছে অনেক পরিবার । উপজেলা বাসী ফায়ার সার্ভিস স্টেশনের ব্যাপারে বারবার দাবী তোলার পরেও এখনো এই বিষয়ে তেমন কোন সুফল দেখা যাচ্ছে না। SHARES প্রচ্ছদ বিষয়: অগ্নিকান্ডবাঘাইছড়িশিজক বাজার