বিশ্ব নদী দিবস এবং পর্যটন দিবস উপলক্ষে ভিবিডি রাঙ্গামাটির ক্যাম্পেইন প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১ //রাঙ্গামাটি প্রতিনিধি// বিশ্ব নদী দিবস ও পর্যটন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে “Clean Lake, Enhance Beauty” নামক এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রাঙ্গামাটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাট এলাকায় উক্ত ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়। ছবি- রিজার্ভ বাজার লঞ্চঘাটে টীম ভিবিডি ক্যাম্পেইনটির মাধ্যমে ভিবিডি’র ভলান্টিয়ারগণ হাতে প্লেকার্ড নিয়ে দাড়িয়ে ময়লা আবর্জনা নদী অথবা যেখানে সেখানে না ফেলার জন্য সচেতনতামূলক বার্তা প্রচার করে। এছাড়াও প্রতিটি লঞ্চ এবং ট্যুরিষ্ট বোটে সচেতনতামূলক স্টিকার লাগানো হয় এবং একটি করে ময়লা ফেলার জন্য ঝুড়ি প্রদান করা হয়। ভলান্টিয়ারগণ প্রতিটি লঞ্চ এবং ট্যুরিষ্ট বোট যাত্রীদের তাদের ব্যবহৃত অবর্জনা নদীতে না ফেলার জন্য আহবান জানান। ছবি- বোটে ময়লা ফেলার ঝুড়ি বসাচ্ছেন এক নারী স্বেচ্ছাসেবী উক্ত ক্যাম্পেইনের দায়িত্বে থাকা প্রজেক্ট লিডার অন্তু দাশ বলেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি জেলায় প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসেন, পর্যটকরা এবং রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার মানুষও নদী পথে যাতায়াত করেন। আমরা প্রায় লক্ষ্য করি তারা নদীতে ময়লা ফেলে থাকেন তাই আমরা মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য উক্ত ক্যাম্পেইনটি হাতে নিয়েছি। কারন রাঙ্গামাটির প্রাণ কাপ্তাই লেক পরিচ্ছন্ন থাকলে আমরা সুস্থ্য থাকবো। ছবি-লঞ্চে সচেতনতামূলক স্টিকার ও ঝুড়ি স্থাপন লঞ্চ ও বোট চালকরা বলেন কাপ্তাই হ্রদে আমরা জীবিকা নির্বাহ করি তাই কাপ্তাই হ্রদের সৌন্দর্য ধরে রাখা ও হ্রদের পরিচর্যা করা আমাদের দায়িত্ব, আমরা এখন থেকে সচেতন হবো এবং যাত্রীদের সচেতন করার চেষ্টা করবো। SHARES ট্যুরিজম বিষয়: