বাঘাইছড়িতে লাকড়ির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ //সংবাদদাতা- মোঃ মহিউদ্দিন// রাঙ্গামাটির বাঘাইছড়িতে এক লাকড়ির মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ৪ অক্টোবর সোমবার বেলা ১১:৩০ মিনিটে দিকে বাঘাইছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া এলাকায় আবুল হোসেন (৪২) পিতাঃ আবুল কালাম এর ধানের তুষ থেকে মেশিনের মাধ্যমে লাকড়ি তৈরি করার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও জনপ্রতিনিধিগন। পুড়ে যাওয়া গবাদিপশু জানা যায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গাভীর ৭০ শতাংশ শরীর পুড়ে যায়, ঘরে রক্ষিত লাকড়ি তৈরির মেশিন, ধানের তুষ এবং তৈরিকৃত প্রায় দুইশত মণ লাকড়ি পুড়ে ছাই হয়ে যায়, ধারণা করা হচ্ছে এতে প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া মিলের অবশিষ্টাংশ এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, বাঘাইছড়িতে কিছুদিন পর পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ফায়ার স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে, তবে সামনের প্রজেক্টে ফায়ার স্টেশন স্থাপন হবে বলে আমরা আশাবাদী। SHARES প্রচ্ছদ বিষয়: অগ্নিকান্ড