সমতলের চেয়ে পাহাড়ে সরকারের সু-নজর বেশীঃ শেখ রাসেল দিবসে মেয়র জাফর আলী খান

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১

//নিউজ ডেস্ক//

মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আজ (১৮ অক্টোবর) আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাঘাইছড়ি পৌরসভা।

বাঘাইছড়ি পৌরসভা কার্যালয়ে মেয়র’র কক্ষে মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন পৌর মেয়র জনাব জাফর আলী খান।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব বাহার উদ্দিন সরকার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব পারভেজ আলী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক তালুকদার, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর আমেনা বেগম, পৌরসভার সচিব,  কর্মকর্তা-কর্মচারী গণ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংবাদকর্মী গণ।

সভায় প্রধান বক্তা ও সভাপতির বক্তব্যে মেয়র জাফর আলী খান বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার রাস্তাঘাট নির্মাণ  থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান সমুহ সরকারী অর্থায়নে করে দিয়ে থাকেন যা সমতলে একদম বিরল, শেখ রাসেলের জন্মদিনে তার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে বঙ্গবন্ধু পরিবারের নিহতদের জন্য দোয়া কামনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

পরে স্থানীয় মাওলানা মিলাদ পরিচালনা করেন এবং দোয়া মোনাজাতের মধ্যদিয়ে আলোচনা সভার সমাপ্তি করেন।