বাঘাইছড়িতে কাচালং সেতুর পাটাতন খুলে যানচলাচল বন্ধ

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২১

//মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি//
বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর উপর সেতুর পাটাতন খুলে সিমেন্ট বোঝাই ট্রাক চট্রমেট্রো-ট(১২০২৯০) আটকে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকা থেকে সেতুর পাটাতন খুলে নিচে পরে সেতুর বিমের ফাঁকে ট্রাকের চাকা আটকে গিয়েছে। ফলে সকাল থেকে মারিশ্যা দিঘিনালা সড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে। ফলে সেতুর দুই পাশে যানবাহনের লম্বা যানযটের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ট্রাক থেকে সিমেন্ট আনলোডের কাজ শুরু করেছে সিমেন্টের মালিক পক্ষ আজমির ট্রেড্রাস, বৃষ্টির কারনে সিমেন্ট আনলোড করতে সমস্যা হচ্ছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম যানচলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি খাগড়াছড়ি সড়ক বিভাগকে জানানো হয়েছে তারা এসে ঘন্টা খানেকের মধ্যে মেরামতের উদ্যোগ গ্রহন করবে। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রোকৌশলী সবুজ চাকমা বলেন অতিরিক্ত মালবোঝাইয়ের কারণে এমনটি হয়েছে ঘন্টা খানেকের মধ্যে সেতু মেরামত করে যানচলাচল স্বাভাবিক করা হবে।