উগলছড়ি গ্রামে রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান এর দাফন সম্পন্ন

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১

//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//
বাঘাইছড়িতে উগলছড়ি এলাকায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।

সোমবার ২৫ অক্টোবর বেলা ১১:৩০ মিনিটের দিকে উগলছড়ি উত্তর পাড়া মসজিদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দেওয়া হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন, এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমান সহ বিভিন্ন রাজনৈতিক- সামাজিক সংগঠনের নেতা-কর্মী এবং নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উগলছড়ি উত্তর পাড়া গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।

এর আগে রাতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে এম্বুলেন্সেই মৃত্যুবরণ করেন।