রূপকারী ইউনিয়নের কাচালং বিজয়পুর বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদায় দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১

//মোঃমহিউদ্দিন,বাঘাইছড়ি//
বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের কাচালং বিজয়পুর বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব যথাযোগ‍্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) দিনব‍্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় ভান্তে কল্যান মিত্র মহাস্তবির ও বোদিআর্যরত্ন মহাস্থবির। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু প্রিয়নন্দ চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপকারী ইউনিয়নের চেয়ারম্যান বাবু শ্যামল চাকমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যন বাবু পারদর্শী চাকমা,সহ উক্ত এলাকায় গন্যমান্য ব্যক্তি প্রমূখ।

দিনব‍্যাপী চলমান অনুষ্ঠানে শোভা যাত্রার মাধ্যমে বিশ্ব শান্তি কামনা সহ ধর্মীয় সংগীত পরিবেশন, ত্রিশরণ সহ পঞ্চশীল গ্রহন,বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, সীবলী পূজা, কঠিন চীবর দান, কল্পতরু দান সহ নানাবিধদানীয় সামগ্রী উৎসর্গ করা হয়।