বাঘাইছড়িতে ১২০ জন কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১

//মোঃমহিউদ্দিন,বাঘাইছড়ি//
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১২০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে ৩ হাজার ৬ শত কেজি ডিএপি ও এমওপি সার এবং ২৪০ কেজি ভুট্টা বীজ বিতরন করেছে উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তর।

১৫ নভেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের সামনে এসব সার ও বীজ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্পসারন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী গন।

উপজেলা কৃষি অফিসার অলি হালদার বলেন কৃষি প্রনোদনার অংশ হিসেবে এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে। পাহাড়ে তামাক চাষ নিয়ন্ত্রণে এই প্রনোদনা সহায়ক ভূমিকা রাখবে এবছর ২৫০ বিঘা জমিতে ভুট্টা চাষের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে। ভুট্টা চাষ পরিবেশের জন্য যেমন উপকারী তেমনি লাভজনক ও বটে। আগামীতে আরো বড় পরিসরে ভুট্টা চাষের প্রকল্প হাতে নেয়া হবে।

এসময় প্রতিজন কৃষকের মাঝে ৩০ কেজি সার ও ২ কেজি ভুট্টা বীজ বিতরণ করা হয়।