যথাযোগ্য মর্যাদায় বাঘাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

//মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি//

আজকের এই দিনে ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে বছরব্যাপী পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা করে। এই দিনে চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের অসংখ্য সূর্যসন্তান, শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের ধরে নিয়ে নির্যাতনের পর তাদেরকে হত্যা করে। তাই এই দিনটিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায়, রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে,শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এসময় এসময় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ তোফায়েল আহমেদ এর সঞ্চালনায়, বাঘাইছড়ি কৃষি অফিসার অলি হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা,বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, বাঙালী জাতিকে নেতৃত্বহীন করার জন্য পাকিস্তান সেনাবাহিনী অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের নির্মম ভাবে হত্যা করে আমরা সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।