যথাযোগ্য মর্যাদায় বাঘাইছড়িতে মহান বিজয় দিবস উদযাপন প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১ //মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি// বাঘাইছড়ি উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত। অন্যান্য বার করোনার কারনে অনুষ্ঠান সিমিত করা হলেও এবার বেশ জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হয়েছে। মহান এই দিনটিতে বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছেন। দিবসের শুরুতেই শহীদদের স্বরনে ৫০ বার তোপোধন্নির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন,শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক করা হয়। পরে পুলিশ ও আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুসজ্জিত মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারী) বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, সহ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্য, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদেরও উপস্থিতি দেখা গেছে। এছাড়াও বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী “মহান বিজয় দিবস-২০২১” উদযাপন ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান ও উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: