বাঘাইছড়ির দুর্গম এলাকায় শীতার্তদের পাশে মারিশ্যা জোন প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১ //মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি// রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শতাধিক হতদরিদ্র দুঃস্থ শীতার্ত পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় প্রশিক্ষণ টিলা বর্ডার গার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি পরিচালিত উপ-শাখা সীপক্স মারিশ্যার সভানেত্রীর পক্ষে প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার নাছির উদ্দীন এসব কম্বল বিতরণ করেন। এ সময় বিজিবি’র বিভিন্ন পদমর্যাদার জেসিওগণ উপস্থিত ছিলেন। বিজিবি’র জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। SHARES দেশ জুড়ে বিষয়: