শুরু হয়ে গেলো বাঘাইছড়িতে ইউপি নির্বাচনের আমেজ, নির্বাচন ৭ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১

//মোঃমহিউদ্দিন,বাঘাইছড়ি//
আগামী ৭ ফেব্রুয়ারী ২০২২ সপ্তম ধাপে বাঘাইছড়ির আট ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই ধাপে বাঘাইছড়ির কোন ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে না, গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) এমন তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কমিশন অফিস।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানানো হয়, আগামী ৭ ফেব্রুয়ারী দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আট’টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো- আমতলী ইউনিয়ন, মারিশ্যা ইউনিয়ন, বাঘাইছড়ি ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন, বঙ্গলতলী ইউনিয়ন, রুপকারী ইউনিয়ন, খেদারমারা ইউনিয়ন, সাজেক ইউনিয়ন।

সূত্রটি আরও জানায়- নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৭ম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১২ জানুয়ারি, মনোনয়ন পত্র যাচাই- বাছাই ১৫ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২২ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি এবং ৭ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার হবে না। গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও কমিশন জানিয়েছে।

এই আট ইউনিয়নে মোট ভোটার ৬৫৪১৪ , এর মধ্যে পুরুষ ৩৪৫৭৮ ভোটার , নারী ভোটার ৩০৮৩৫ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৭২টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ২৪ টি, মোট ভোট কেন্দ্র ৭৭ টি, মোট ভোট কক্ষ ১৮৬ টি, অস্থায়ী কক্ষ সংখ্যা ১৯ টি।