বাঘাইছড়িতে উপজেলা পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ অনুষ্ঠিত।

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

//মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি//
বাঘাইছড়িতে উপজেলা পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ৪৩ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহের স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

উক্ত বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহে উপজেলার কাচালং সরকারি কলেজ প্রথম স্থান ও সিজক কলেক দ্বিতীয় স্থান অধিকার করেছে, এবং উচ্চ বিদ্যালয়ের মধ্য তুলাবন উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, উলুছড়ি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।শিক্ষার্থীরা এসময় বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন, আধুনিক গ্রাম, স্বয়ংক্রিয়ভাবে আলো উদ্ভাবন ও ভূমিকম্পের এলার্টসহ বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী বিষয়ে প্রকল্প প্রদর্শণ করে। এসময় অতিথিবৃন্দ প্রকল্প সমুহ পরিদর্শন করেন এবং বিচারকগণ মেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রকল্পসমুহ মুল্যায়ণ করে পুরস্কৃত করা হয়।

মেলায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দিচ্ছেন ইউ এন ও

মেলা পরিদর্শন শেষে নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাইয়ুম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ,সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা জয়াস চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ছাত্র ছাত্রীবৃন্দ।