বাঘাইছড়িতে দুর্গম নির্বাচনকেন্দ্রে যাতায়তের জন্য ব্যবহার হচ্ছে হেলিকাপ্টার প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২ //মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি// রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৮ ইউনিয়নে ৭ম ধাপের নির্বাচন হবে আগামী ৭ই ফেব্রুয়ারী। ৮ ইউনিয়নে ৭৭ টি ভোট কেন্দ্রের সবকটি কেন্দ্রকে ঝুঁকি পূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাচনী কর্মকর্তা চৈতালী চাকমা বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া উপজেলার দুইটি ইউনিয়ন সাজেকের ৫ টি নিউলংকর, সিয়ালদাহ, বেটলিং, লক্ষিছড়ি, তুইসুই কেন্দ্র ও বাঘাইছড়ি ইউনিয়নের ২ টি দোসর, ভূইয়া ছড়া কেন্দ্রে সড়ক যোগাযোগ না থাকায় ব্যাবহার করা হবে হেলিকপ্টার। ৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ ঘটিকা থেকে বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে সেনা বাহিনীর ৪ টি হেলিকপ্টারের মাধ্যমে ভোটের মালামাল সহ কর্মকর্তাদের পাঠানো প্রক্রিয়া শুরু হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন ঝুঁকি পূর্ণ হওয়ায় আমরা নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, পুলিশ বিজিবি, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের একটি ইউনিট ছাড়াও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। SHARES দেশ জুড়ে বিষয়: