রামগড়ে র্যাব ৭-এর অভিযানে অস্ত্রসহ দুই যুবককে আটক প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২ //খাগড়াছড়ি প্রতিনিধি// খাগড়াছড়ি জেলার রামগড় পৌরশহরের অধিনস্থ সিনামাহল নামক স্থান থেকে ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার সময় র্যাব ৭ অভিযান চালিয়ে ২টি ম্যাগজিন, বিদেশি ১টি পিস্তল (অস্ত্র )ও গুলি সহ আব্দুর রহিম মিলন (ওরপে মুরগি মিলন) (২৭) ও মোঃ আমানুল হক সহেল (২৮) নামে দুই যুবককে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়, আব্দুর রহিম মিলন (২৭) রামগড় পৌরসভার আনন্দপাড়া এলাকার বাসিন্দা আবু তাহের এর ছেলে আর আমানুল হক সহেল (২৮) রামগড় মাষ্টার পাড়ার মৃত ওবাইদুল হকের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফেনী র্যাব ৭ ক্যাম্পের নায়েক সুবেদার মোঃনুরুল ইসলাম সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি”র রামগড় সিনামাহল নামক স্থানের চিটাগাং ফার্নিচার মাঠের সামনে বিদেশী পিস্তল “বিক্রয়ের জন্য অবস্থান করছে,এমন সংবাদে র্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। পরে স্বাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে বিদেশি ১টি পিস্তল (অস্ত্র) ও2রাউন্ডগুলি এবং২টি ম্যাগজিন উদ্ধার করা হয়,তিনি আরো জানান,তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ অবৈধ অস্ত্র দ্বারা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে রামগড়ে, উদ্ধারকৃত অস্ত্রসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের রামগড় মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। রামগড় থানা’র ওসি (তদন্ত)রাজিব চন্দ্র কর জানান একটি বিদেশি পিস্তল ২রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন সহ আসামি আব্দুর রহিম মিলন( ২৭)ও আমানুল হক সহেল (২৮)কে হস্তান্তর করা হয়। ফেনী র্যাব ৭এর নায়েক সুবেদার মোঃনুরুল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনে র ১৯/এ/১৯,ধারায় একটি মামলা নং ৫-তারিখ ২৪/২/২২ দায়ের করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: