বান্দরবানে আফিমসহ দুই মাদক কারবারি আটক প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২ //মংহাইসিং মারমা, বান্দরবান// বান্দরবানের থানচি উপজেলার বাজার এলাকা থেকে ১ কেজি ৮শ গ্রাম আফিমসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ সদস্যরা। রবিবার ২৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কাইং প্রো ম্রো লামা (২৩) লামা উপজেলার চিংকুম পাড়ার রিংচুম ম্রোর ছেলে এবং অপরজন দংওয়াই ম্রো (২৪) থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ড আমইপাড়া কাসু ম্রোর ছেলে। পুলিশ ও র্যাব সূত্রে আরো জানা যায়, দংওয়াই ম্রো (২৪) নামে দুই মাদক ব্যবসায়ী থানচি দূর্গম এলাকা তিন্দু থেকে আফিম নিয়ে আসে ও অপর একজন কাইং প্রো ম্রো (২৩) লামা হতে থানচি বাজারে অবস্থান করছে। এমনই গোপন সংবাদ পেয়ে র্যাব-৭ এর সহকারী সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসেন নেতৃত্বের থানচি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৮শত গ্রাম নিষিদ্ধ মাদক দ্রব্য আফিমসহ দুই যুবককে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ১ কেজি ৮শ গ্রাম আফিমসহ দুই জনকে আটক করা হয়েছে।র্যাব-৭ জিজ্ঞাসাবাদ শেষে রাতে থানায় হস্তান্তর করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। SHARES অপরাধ বিষয়: