রাজস্থলী থানার উদ্যােগে বিট পুলিশিং সভা প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২ //চাইথোয়াইমং মারমা, রাজস্থলী// এ প্রতিপাদ্য ‘আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই সব স্লোগানে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা তৃনমুল পর্যায়ের বাড়াতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী থানা পুলিশের উদ্যোগে ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় তালুকদার পাড়ায় বিট পুলিশিং সভার আয়োজন করা হয়। গত কয়েক মাস ধরে চট্রগ্রাম রেঞ্জ এলাকায় শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটি ইউনিয়নকে একটি বিটে ভাগ করে প্রতি বিটে একজন উপ-পরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও আরো পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। প্রত্যন্ত গ্রামের অপরাধ নির্মূল ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে কাজ শুরু হয়েছে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে। এর মাধ্যমে দ্রুত পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের। বিট পুলিশিং কার্যক্রম ইতোমধ্যে সারা ফেলেছে প্রত্যন্ত অঞ্চলে। এ কার্যক্রম আরো বেগবান করার জন্য বিট পুলিশিং নিয়ে সচেতনতামূলক সভা করছে রাজস্থলী থানা পুলিশ। থানার উপ পরিদর্শক জিকো শীলের উপস্থাপনায় সভাপতিত্ব করেন, রাজস্থলী থানার উপ পরির্দশক ইয়াছিন। সভায় প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ জাকির হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন- রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ইউপি সদস্য মোঃ জয়নাল তালুকদার, ব্যবসায়ী আবদু শুকুর, সিরাজুল ইসলাম ও এলাকার সচেতন স্থানীয়বৃন্দ। SHARES রাঙ্গামাটি বিষয়: