বাঘাইছড়িতে প্রতিবেশীর সৎকার করতে গিয়ে বজ্রপাতে নিহত-১ প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২২ //মোঃমহিউদ্দিন, বাঘাইছড়ি// রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩১ নং খেদারমারা ইউনিয়নের মধ্য পাবলাখালী গ্রামে প্রতিবেশীর মরদেহ সৎকার করতে গিয়ে বজ্রপাতের আঘাতে যতিশ বিকাশ চাকমা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১১ এপ্রিল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। সে মধ্যম পাবলাখালী গ্রামের মৃত- বর্ষা বিকাশ চাকমার ছেলে। ৩১ নং খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বিল্টু চাকমা জানান প্রতিবেশী দেবি চাকমা অসুস্থতা জনিত কারণে সকালে মারা গেলে দুপুরে বাড়ির পাশে সশানে গ্রামবাসী তাকে সৎকার করতে নিয়ে যায় পরে হঠাৎ বজ্রসহ বৃষ্টি পাত শুরু হলে সে দৌড়ে একটি গাছের গোড়ায় আশ্রয় নিলে সেখানে বজ্রপাতের শিকার হয়ে ঘটনা স্থলে মৃত্যু বরন করেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন বিষয়টি দুঃখ জনক জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত যতিশ বিকাশ চাকমার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে। SHARES খেদারমারা ইউনিয়ন বিষয়: