মিস্টি ও ফুলের মালা নিয়ে খাজার বাড়িতে নব মেয়র জমির প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২ বাঘাইছড়ি পৌরসভা সাধারণ নির্বাচন-২০২২ এর মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহন করেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ জমির হোসেন ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত মোঃ রহমত উল্লাহ খাজা। গত ১৫ জুন বুধবার ইভিএম পদ্ধতিতে শেষ হলো ভোট গ্রহণ, এতে জমির হোসেন নৌকা প্রতীকে ভোট পায় ৬০৮৪ এবং রহমত উল্লাহ খাজা মোবাইল প্রতীকে ভোট পায় ২২৮১। ৩৮০৩ ভোটে জয়ী হয় নৌকা প্রতীকে জমির হোসেন। আজ ১৭ জুন সন্ধ্যায় আওয়ামীলীগের প্রার্থী জমির হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন অপর মেয়র প্রার্থী রহমত উল্লাহ খাজার বাড়িতে মিস্টি ও ফুলের মালা নিয়ে সৌজন্য সাক্ষাত করেন। এতে একটি সুন্দর ভাতৃত্বময় মূহুর্তের সৃষ্টি হয়। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: