বন্যার্তদের মাঝে রাতের খাবার বিতরণ করলেন মেয়র জমির হোসেন প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২২ বাঘাইছড়ি উপজেলার নিন্ম অঞ্চল প্লাবিত হয়ে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছে বিভিন্ন এলাকার বন্যার্ত পরিবার। আজ রাত ৮ টার দিকে বাঘাইছড়ি পৌরসভার ১ নং ও ২নং ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র বায়তুশ শরফ কমপ্লেক্স ও আয়নামতি আজিজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়া বন্যার্ত পরিবারের মাঝে রান্না করা খাবার (খিচুড়ি) বিতরণ করেন বাঘাইছড়ি পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ জমির হোসেন। ছবি- হাটু পানি দিয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন মেয়র জমির এসময় মেয়রের সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফেজ আহাম্মদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন বুলু, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহরিয়ার হোসেন সহ আরো অনেকেই। আশ্রয় কেন্দ্রে থাকা সাধারণ জনগণ বলেন আমরা বিকালের দিকে আশ্রয় কেন্দ্রে উঠেছি এর মধ্যে কাউন্সিলররা খোজ খবর নিচ্ছেন এবং মেয়র নিজে খাবার নিয়ে এসেছেন তাতে আমরা অনেক খুশি। মেয়র জমির হোসেন বলেন বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের আমেজ না কাটতেই বন্যার কারনে মানুষ ভোগান্তিতে পড়ে গেছে, আমারা এখনো দায়িত্ব বুঝে না পেলেও জনগনের সেবা প্রদানে আমাদের কমতি থাকবেনা। উল্লেখ্য যে, বায়তুশ শরফ কমপ্লেক্সে এখন পর্যন্ত ৩০ পরিবার ও আয়নামতি আজিজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৫ পরিবার আশ্রয় নিয়েছে, এ সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন এলাকাবাসী। SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: