বান্দরবানে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরনের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

বান্দরবানের সুয়ালকে উপজেলার ডাস-বাংলাদেশ ট্রেনিং অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরনের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

২৩ জানুয়ারী সকালে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বান্দরবানের কৃষি কর্মকর্তা কমিশনার শ্রী দিপাংকর দাশ। এ সময় আমতলী আর্মি ক্যাম্পের কমান্ডার সিঃ ওয়ারেন্ট অফিসার মোঃ মোবারক হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিম ফাউন্ডেশনের আয়োজনে ও মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রডাক্টস, বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বানিজ্যিক গুরুত্বপূর্ণ ও রপ্তানীযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরন বিষয়ের ওপর এই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রদান করেন ডিপো ইনচার্জ মো. বিপ্লব হোসেন। কর্মসূচির আওতায় বৃহত্তর বান্দরবান ৪০ জন করে ২ দিনে মোট ৮০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করবেন। আগামী ২৪ জানুয়ারী এই প্রশিক্ষণ শেষ হবে এবং ওইদিন প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেয়া হবে। প্রশিক্ষণের উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন।