পৌরসভার ১৫৪০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২

বাঘাইছড়ি পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ চাল বিতরণের শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চলতি দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক রুমানা আক্তার।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে বাঘাইছড়ি খাদ‍্য গুদাম প্রাঙ্গনে এই উদ্বোধনকালে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত থেকে চাল বিতরণ করেন নব নির্বাচিত পৌর মেয়র মোঃ জমির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম‍্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন সহ বিভিন্ন ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলরগণ।

উদ্বোধন শেষে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১৫৪০ জন উপকারভোগীর মাঝে প্রতি জনকে ১০ কেজি হারে চাল স্বঃ স্বঃ ওয়ার্ড কাউন্সিলরগণের সমন্বয়ে বিতরণ করা হয়।