বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২২ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টে সকল শহিদের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ১৫ আগস্ট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহাম্মদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, ১৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক সোহাগ পারভেজ, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান, আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভাগীয় কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষক গণ। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ বিভিন্ন সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোচনা করেন। একই সাথে ১৫ আগস্টে শাহাদাত বরণ করা সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক রচনা ও আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে ১ম ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরুস্কার বিতরণ করা হয়। ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে শহীদদের মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। SHARES প্রচ্ছদ বিষয়: