শোক দিবসে আমতলী ইউনিয়নে কাঙ্গালি ভোজ সহ দিনব্যাপী কর্মসুচি

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২২

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টে সকল শহিদের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ১৫ আগস্ট আমতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাঙ্গালি ভোজ সহ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমানের নেতৃত্বে ইউপি সদস্যদের অংশগ্রহনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়, এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব ছগির খান। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্মরণ সভা শেষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

আমতলী ইউনিয়নস্থ মাহিল্যা উচ্চ বিদ্যালয়ে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান আইন শৃঙ্খলা রক্ষার্থে ইউনিয়ন আনসার ভিডিপি বাহিনীর সাথে বিশেষ আলোচনা সভা করেন।

সন্ধ্যায় আমতলী বাজারে ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়েজ আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদ মিয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ বিভিন্ন সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা করেন এবং ১৫ আগস্টে সকল শহিদের স্মরণে বক্তব্য রাখেন।

দোয়া ও মোনাজাত এবং কাঙ্গালি ভোজের মাধ্যমে কর্মসুচির সমাপ্তি হয়।