সাজেকে বাঘাইহাট জোন সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী ও মশারী বিতরণ প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২২ //মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি// সাজেক দুর্গম উত্তর ভাইবোনছড়া এলাকায় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও হত দরিদ্র পাহাড়ী পরিবারের মধ্যে ম্যালেরিয়া কীটনাশক যুক্ত মশারী বিতরণ করেন সেনাবাহিনী,বাঘাইহাট জোন। বৃহস্পতিবার দিনব্যাপী ৩৬নং সাজেক ইউনিয়ন দুর্গম উত্তর ভাইবোনছড়া এলাকায় ৫২ জন স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও পাহাড়ী হতদরিদ্র ৫০টি পরিবারের মধ্যে ম্যালেরিয়া কীটনাশক যুক্ত মশারী বিতরণ করেন ৬ইস্ট বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি, আর্মি ক্যাম্পের নিকটবর্তী উত্তর ভাইবোনছড়া গ্রামে বীর উত্তম এম এ গাফফার হালদার প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন । এসময় আরও উপস্থিত ছিলেন মুশফিক আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাজহারুল ইসলাম, প্রধান শিক্ষক দিবস চাকমা ও সহকারী প্রধান শিক্ষক কবিতা চাকমা ,বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী ,উপকারভোগী পাহাড়ী পরিবার সহ এলাকার কারবারি ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে।আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ।আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে।আর এর জন্য শিক্ষার কোন বিকল্প নেই।এলাকার শান্তি-শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নসহ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: