কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২ বাঘাইছড়ি উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২সনের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সসভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, উপজেলা উচ্চ মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অং জিং মারমা, কাউন্সিলর রুবেল চাকমা, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসাবে নিজেদের গড়ে তোলে দেশ জাতির কল্যাণে অবদান রাখার জন্য আহবান জানান। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। SHARES শিক্ষাঙ্গন বিষয়: