বাঘাইছড়িতে যথাযোগ্যভাবে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। একই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৭ অক্টোবর বাংলাদেশে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সাড়া দেশে কেন্দ্র হতে মাঠ পর্যায় পর্যন্ত শিক্ক্ষক দিবস পালিত হয়েছে আজ। তারই ধারাবাহিকতায় আজ বাঘাইছড়িতে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ক্ষ দিবস।

আজ সকাল ১০ ঘটিকায় র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আয়োজিত হয় শিক্ষক দিবস, উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, সভায় সভাপতিত্ব করেন কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অংজি মারমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন। বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন

সভায় বক্তারা শিক্ষক দিবসের গুরুত্বসহ শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন।