পতেঙ্গাছড়া সেতুর(বেইলী ব্রিজ) শুভ উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২ খাগড়াছড়ি সড়ক বিভাগাধীন ১০ টি সেতু সহ সারা দেশের ১০০ টি সেতুর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ নভেম্বর সোমবার সকাল দশ ঘটিকায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বাঘাইছড়ির পতেঙ্গাছড়া সেতুটি (বেইলী ব্রিজ) সহ দেশের ২৫ টি জেলায় একযোগে ১০০ টি সেতুর শুভ উদ্বোধন করেন। ৫ কোটি টাকা ব্যায়ে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ এই পতেঙ্গাছড়া সেতুটি নির্মাণ করে। পতেঙ্গাছড়া সেতু (বেইলী ব্রিজ) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ১৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক সোহাগ পারভেজ, বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন, সড়ক যোগাযোগ বিভাগের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: