বাঘাইছড়িতে যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

বাঘাইছড়ি উপজেলাউ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ছাত্র-ছাত্রীদের যৌতুক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ক দিনব্যাপী সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)র সহোযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে  কর্মশালার আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মশালার শুভ উদ্ভোধন করেন সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সহ স্থান গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একজন মেয়ে নিরপদে  চলতে পারাটা আমাদের জন্য বর্তমানে চ্যালাঞ্জিং বিষয়, এই চ্যালেঞ্জ কে মোকাবিলা করতে পারে আমাদের বর্তমান প্রজন্ম। সকলকে যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা।