সাতক্ষীরায় ‘গোলাগুলিতে’ শ্যামনগরের শীর্ষ মাদক ব্যবসায়ী মুনছুর “নিহত”।

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার সদর উপজেলায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মুনসুর শেখ নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার বাকাল ডিসি ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল ও ৫০ কেজি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
নিহত মুনসুর শেখ শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আহাদ আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।