বাঘাইছড়ি উপজেলার ৮৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দ্বিতীয় ধাপে ৮৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন।

 

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ ইং উদযাপন উপলক্ষ্যে উদ্ধোধনী সম্প্রচার আলোচনা সভা, সমাপনী ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সৈনিক হবে নতুন প্রজন্ম। তাই তাদের ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে তৈরি হতে হবে। ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারলে আজকের প্রজন্মই স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নকে বাস্তবে রূপ দেন।

আলোচনা সভা শেষে উপজেলার ৮৩ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে একটি করে ল্যাপটপ প্রদান করেন অতিথিগণ। উল্লেখ্য যে, এর আগে ১ম পর্যায়ে উপজেলার ৩৩ টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে।