আওয়ামীলীগ ও ছাত্রলীগের সভাপতির উপর হামলার প্রতিবাদে খেদারমারায় বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

গতকাল ১৩ মার্চ সোমবার সকাল ৮ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মদন কান্তি দে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলাম জনির উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়েত কর্তৃক হামলার প্রতিবাদে দুরছড়ি বাজারে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছে ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন।

আজ ১৪ মার্চ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় দুরছড়ি এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন খেদারমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল গাফফার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ খায়ের আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কান্তিময় চাকমা সহ খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে বাঘাইছড়িতে আওয়ামীলীগের নেতাকর্মীর দ্বারা বিএনপি-জামাতের কোন নেতাকর্মীর উপর হামলা মামলার ঘটনার নজির নেই, এমন সুশৃঙ্খল পরিবেশকে ঘোলাটে করার যারা চেষ্টা করছেন তাদের ব্যাপারে প্রশাসনকে সোচ্চার থাকার আহবান জানান এবং এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার দাবী জানান।