বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাওয়ার অপেক্ষায় ৮০ পরিবার

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য চতুর্থ পর্যায়ে নতুন করে ৮০ টি পাকা ঘর তৈরি করা হয়েছে।
এরইমধ্যে নতুন ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ২২ মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের শুভ উদ্বোধন ও হস্তান্তর করবেন।

আজ ২০ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান নতুন ৮০ টি সম্পন্ন, চলমান ১০০ টি ঘরসহ এখন পর্যন্ত বাঘাইছড়িতে সর্বমোট মোট ৩৩০ টি ঘর তৈরি করে সম্পন্ন করা হয়েছে এবং এসব ঘরের উপকার ভোগীদের মধ্যে একতৃতীয়াংশ শারিরীক প্রতিবন্ধি এবং স্বামী প্ররিত্যাক্তা, বিধবা অসচ্ছল পরিবার রয়েছেন । প্রেস ব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) মাহাফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান আপন চাকমা, জ্ঞান কার্বারী, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন সরকার প্রমুখ।

প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর পেয়ে পাহাড়ের অসহায় পরিবার গুলো বেজায় খুশি।