তুলাবানে ঐতিহ্যবাহী বিঝু উৎসবের শুভ উদ্বোধন প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৩ || দ্যুতি চাকমা || “বুনো ফুলের গন্ধে ছড়িয়ে পড়ুক সাংস্কৃতিক বৈচিত্রতা, ঐক্য ভ্রাতৃত্ব বন্ধন হোক বিঝুর চেতনা” এই স্লোগানকে ধারণ করে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী তুলাবান স্পোর্টিং ক্লাব আয়োজিত প্রতি বছরের ন্যায় বিঝু উৎসবের শুভ উদ্বোধন হয়েছে। আজ ২৩ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় তুলাবান মাঠে বিঝু উৎসব ১৪২৯ বঙ্গাব্দকে কেন্দ্র করে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাফুজুর রহমান সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ। তুলাবান স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল খেলার মধ্য দিয়ে বিঝু উৎসবের শুভ সুচনা শুরু হয়। পুরস্কার বিতরণ ও মুল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিঝুর দিন। SHARES খেলাধুলা বিষয়: