রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রনে বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এর সময় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৫ হাজার  টাকা জরিমানা আদায়সহ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার(৩০মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে পবিত্র রমজান মাসে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, ড্রাগ বিক্রয় লাইসেন্স চেক, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পৌর বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায় নিউ শাপলা হোটেল মালিককে ৩ হাজার ও বিক্রমপুর হোটেল মালিককে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাজার মনিটরিং এর সময় সহযোগীতা করেন বাঘাইছড়ি থানার সাব ইনস্পেক্টর মোঃ ওয়াহিদ সহ পুলিশ টীম।

বাজার মনিটরিং শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে, তিনি আরো বলেন পুরো রমজান জুড়েই মনিটরিং ও মোবাইল কোর্ট চলমান থাকবে।