বাঘাইছড়িতে স্বেচ্ছাসেবক লীগের সংবর্ধনা ও সদস্য সংগ্রহ ২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ২০২৩ইং এবং  বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা দুই ঘটিকায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আবু নাসের এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরে আলম খোকন। অন্যন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন, রাঙ্গামাটি জেলা আওয়ামি স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তাপস দাশ সহ অঙ্গ ও সহযোগী সংঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রানখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান। সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযোদ্ধে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে বৃষকেতু চাকমার বাঘাইছড়ি আগমনে মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুল দিয়ে বরন করে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শতাধীক নেতাকর্মীরা।