মারিশ্যা জোন ২৭ বিজিবির আটককৃত ০৭ টি গরুর নিলাম সম্পন্ন

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, মে ৮, ২০২৩

বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)র কর্তৃক আটককৃত ৭ টি ভারতীয় গরু সহ ৫০০ কেজি চিনি নিলামে বিক্রয় সম্পন্ন হয়েছে।

সোমবার (৮ মে) সকাল ১০ ঘটিকায় কাস্টম এক্সাইজ ও ভ্যাট সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ সলিম উল্লাহ এবং  মারিশ্যা জোন (২৭ বিজিবি)র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ মনোয়ার হোসেন এর উপস্থিতিতে মারিশ্যা জোন প্রশিক্ষণ মাঠ প্রাঙ্গণে উম্মুক্ত নিলামের মাধ্যমে  আটককৃত মালিক বিহীন ৭ টি ভারতীয় গরু ও ৫০০ কেজি চিনি নিলামে বিক্রি করা হয়।

বিক্রিত গরুর নিলাম মূল্য ১০ লাখ ৪১ হাজার টাকা (১৭.৫০% ভ্যাট সহ) প্রতি কেজি চিনির নিলাম মূল্য ১১২ টাকা (১৭.৫০% ভ্যাট সহ)