বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে প্রধানন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ১৯৮১ সালের ১৭ মে লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দিবসটি পালনে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। ১৭ মে বুধবার সকাল ৯ ঘটিকায় উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী আরম্ভ করে আওয়ামিলীগ। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভা যাত্রা হয়,উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবার এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র জাফর আলী খান, সদস্য তন্টুমনি চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা দিলীপ কুমার দাশ, উপদেষ্ঠা সুলতান আহাম্মদ, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী সাংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে সকলের একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে বৃষকেতু চাকমা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বুদ্ধিমত্তার জন্য বাংলাদেশ এখনো বিশ্বের বুকে মাথা উচু করে আছে, পুরো বিশ্বে এখন অর্থনৈতিক মন্দা অনেক দেশ দেওলিয়া হয়েছে সেখানে বাংলাদেশ একের পর এক উন্নয়নের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। SHARES রাজনীতি বিষয়: