বাঘাইছড়িতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) এর চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব -১৭ এর চুরান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরন সম্পন্ন। বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে চুরান্ত পর্বের খেলায় মারিশ্যা ইউনিয়ন বনাম খেদারমারা ইউনিয়ন ফুটবল টীম মুখোমুখি হয়। জমকালো আয়োজনের মাধ্যমে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) মাহ্ফুজুর রহমান, থানা ভার্প্রাপ্ত কর্মকর্তা ওসি টমাস বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রাজনৈতিক দলের নেতাকর্মী, ক্রীড়া ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ ও ক্রিয়াসংস্থার সদস্যগণ সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় মারিশ্যা ইউনিয়ন ৪-১ গোলে খেদারমারা ইউনিয়নকে হারিয়ে টুর্ণামেন্টের বিজয়ী দল হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন পঞ্চম কর্মকার, মোঃ হান্নান ও দ্যুতি চাকমা। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি এবং ব্যাক্তিগত পুরস্কার তুলে দেন। খুব শিগ্রই রাঙ্গামাটিতে অনুর্ধ্ব ১৭ টুর্ণামেন্টে খেলতে যওয়ার কথা রয়েছে বাঘাইছড়ি উপজেলা টীমের। SHARES খেলাধুলা বিষয়: