প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর কারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

রাজশাহীতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও চট্টগ্রামে তারন্যের সমাবেশের নামে বঙ্গবন্ধুর ম্যুরাল স্বাধীনতার স্তম্ব ভাংচুর করা জামায়েত বিএনপির নেতা কর্মী তথা মাষ্টার মাইন্ডদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বাঘাইছড়িতে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যাগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

বুধবার (২১জুন) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মুখে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক বাঘাইছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান আজিজ, বীর মুক্তিযোদ্ধা এন্তাজ আলী, বীর মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

বক্তরা বলেন যারা জাতির জনকের স্তম্ভের উপর আঘাত হেনেছে তাদের এই দেশে থাকার কোন অধিকার নেই এদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন। আরো বলেন যতদিন মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মরা বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কোন অপশক্তি কিছুই করতে পারবে না আমরা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি আর মুক্তিযুদ্ধের প্রজন্মরা দেশ রক্ষায় প্রহরী হিসেবে থাকবে।