বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বাঘাইছড়ি মুখ সঃ প্রাঃ বিদ্যালয় প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩ ||নিজস্ব প্রতিনিধি || রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের সমাপনি খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে, এতে বালক ও বালিকা উভয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত বাঘাইছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (২০জুলাই) বেলা ৪ ঘটিকায় কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন। বাঘাইছড়ি পৌরসভার অন্তর্গত সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গত ১ জুন তারিখে বাঘাইছড়ি পৌর এলাকার ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের বালক এবং বালিকা ক্যাটাগরিতে মোট ২২ টি দলের অংশগ্রহণে টুর্ণামেন্ট শুরু হয়, অতিরিক্ত গরমের কারনের অনেকদিন খেলা বন্ধ রাখা হয়। আজকের ফাইনাল খেলায় বালক ক্যাটাগরিতে অংশগ্রহণ করে মুসলিমব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম বাঘাইছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময় শেষে ট্রাইবেকারে বাঘাইছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর দিকে বালিকা ক্যাটাগরিতে বাঘাইছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম পাকুজ্জ্যাছড়ি আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে নির্ধারিত সময় শেষে ট্রাইবেকারে বাঘাইছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাচালং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার শাহিন আল মামুন, বিশেষ অতিথিদের মধ্যে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিঠেল চাকমা, মুসলিমব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ান, বাঘাইছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চাকমা, কিশলয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি প্রধান ও একটি করে ফুটবল উপহার দেয়া হয়। এছাড়াও উপজেলার ৮ টি ইউনিয়নের ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে। আগামী ২৭ তারিখ উপজেলা পর্যায়ে টুর্ণামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। SHARES খেলাধুলা বিষয়: