স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩ নিজস্ব প্রতিবেদক|| রাংঙ্গমাটির বাঘাইছড়িতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি আবু নাছের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মোমানের সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি ও নগর পিতা জমির হোসেন উপস্থিত ছিলেন। আগামী ৩০ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক বৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু নাছের দৈনিক বাঘাইছড়ি কে জানান, ২৭ই জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হলেও পাহাড়ের রাজপুত্র দীপংকর তালুকদার এমপি ৩০শে জুলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয়ায় সম্মতি জ্ঞাপন করায় উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর তারিখ ৩০শে জুলাই নির্ধারন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাংগামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা সাধারণ সম্পাদক মোঃশাহজাহান আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। SHARES রাজনীতি বিষয়: