বাঘাইছড়িতে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩ নিজস্ব প্রতিবেদক|| পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণের মাঝে প্রায় ৫০০০ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকাল ১০ টায় জেলা পরিষদ বিশ্রামাগার প্রাঙ্গণে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা। এ সময় অন্যান্যদের মধ্যে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আব্দুস শুক্কুর মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত চারার মধ্যে ছিলো মাল্টা, আগর, লিচু, আম ও উন্নত জাতের নারিকেল । SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: