বেকারত্ব ঘুচতে মৎসচাষ অন্যতম লাভজনক ব্যবসা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

||নিজস্ব প্রতিনিধি||
“নিরাপদ মাছে ভরবো দেশ, গরবো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে সপ্তাহ ব্যাপী নানান আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও তিনজন উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

জাতীয় মৎস সপ্তায় উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহকারি কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা ও মৎস্যচাষী জয়নাল আবেদীন।

এসময় বক্তারা বলেন বর্তমানে বেকারত্ব দূর করে অনেকেই মাছ চাষে আগ্রহী হচ্ছেন, সাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন। একইসাথে বলেন বর্তমান সরকার বিনামূল্যে পোনা মাছ প্রদান সহ মৎস্যচাষীদের বিভিন্ন প্রনোদনা দিয়ে থাকেন বিশেষ করে মাছ মারা বন্ধের সময় জেলেদের চাল ও ছাগল প্রদান অন্যতম।

আলোচনা সভা শেষে উপজেলার সেরা ৩ জন মৎস্যচাষীদের পুরস্কার ও সম্মানা স্মারক প্রদান করা হয় তারা তিনজন হলেন মোক্তার হোসেন সোহেল, সমর জ্যোতি চাকমা ও জয়নাল আবেদীন।

এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ হতে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়, র‍্যালীটি উপজেলা বোট ঘাটে গিয়ে সমাপ্ত হয় এবং কাচালং নদীতে ২০ কেজি বিভিন্ন প্রজাতির মৎস্য অবমুক্ত করা হয়।