বাঘাইছড়ির মানুষের ভালোবাসায় সিক্ত ডিসি মোশাররফ হোসেন খান প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩ নিজস্ব প্রতিনিধি|| রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি , হেডম্যান – কারবারি, শিক্ষক মন্ডলী, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী, সরকারী কর্মকর্তা ও সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান। মঙ্গলবার (১ আগষ্ট) বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, কাচালং কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি থানার ওসি(তদন্ত) টমাস বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন। বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অভিমান্যু চন্দ্র, ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা, হেডম্যান কার্বারীদের পক্ষে বিশ্বজিৎ চাকমা প্রমুখ। সভার শুরুতে শোকাবহ আগস্টের ১ম দিনে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বাঘাইছড়ি উপজেলায় জেলা প্রশাসকের আগমনে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে বক্তব্য রাখেন এবং বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন উন্নয়নে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান বলেন, বাঘাইছড়ি বাসীর প্রতি আমি কৃতজ্ঞ আমি মনে করি বাঘাইছড়ি বাসী জানেন মানুষকে কি ভাবে সম্মান দেখাতে হয়। বাঘাইছড়ি দেশের সর্ব বৃহত্তর উপজেলা এই উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যেতে যা যা প্রয়োজন জেলা প্রশাসক হিসেবে আমি সবটুকুই করবো। জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে বাঘাইছড়ি উপজেলার আশ্রয়ন প্রকল্পের উদ্বোধনের অপেক্ষায় প্রস্তুতকৃত ঘর পরিদর্শন করেন এবং মডেল টাউন এলাকায় নির্মিত ঘরের পাশে বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক, তিনি ঘরের কাজ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: