বাঘাইছড়িতে বন্যার্তদের সেবায় ১৩ আনসার ব্যাটালিয়ন

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৩

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী বাঘাইছড়িতে বন্যার্ত মানুষের সেবায় কাজ করছে ১৩ আনসার ব্যাটালিয়ন।

টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ি বন্যার কবলে হাজার হাজার পরিবার, রাঙ্গামাটি জেলা আনসার এর সিনিয়র পরিচালক মোঃ আসাদুজ্জামান গণির তত্বাবধানে ১৩ আনসার ব্যাটালিয়ন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আবদুল আজিজ এর নেতৃত্বে বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যের একটি চৌকস টিম বাঘাইছড়ি উপজেলায় বন্যা কবলিত মানুষের সার্বিক সহযোগিতায় নিরলসভাবে কাজ করছে।

গত এক সপ্তাহের বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধসে বন্ধ হওয়া রাস্তার যান চলাচল উপযোগী করণ, বন্যায় কবলিত মানুষকে চলাচলে সহযোগিতা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণসহ বিভিন্ন মানবিক ও জন কল্যানমুলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করছে ১৩ আনসার ব্যাটালিয়ন