বাঘাইছড়িতে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩ বাঘাইছড়ি প্রতিনিধি || রাঙ্গামাটি বাঘাইছড়িতে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদাব করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আনুষ্ঠানিকভাবে আজ শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো আউটলেটের পথচলা। বুধবার (১৬ আগষ্ট) বেলা ১২ ঘটিকায় উপজেলা সদর বাজারে অবস্থিত আউটলেট কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির হোসন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমন্ডার হাজী আব্দুস সবুর, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্স সহ স্হানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড খাগড়াছড়ি ব্রাঞ্চের ব্যবস্থাপক জাহেদুল্লাহ মোহাম্মদ সরওয়ার। এর আগে ফিতা কেটে কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও পৌর মেয়র জমির হোসেন। বক্তারা বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংক দেশব্যাপী স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রসারণ করছে। বাঘাইছড়ি উপজেলা একটি প্রত্যন্ত অঞ্চল তাই এখানের জনগন আধুনিক ব্যাংকিং সেবা থেকে অনেকটাই বঞ্চিত এখন বেসরকারি ব্যাংক সেবা প্রদানে এগিয়ে আসছে। SHARES বিশেষ প্রতিবেদন বিষয়: