বাঘাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

নিজস্ব প্রতিনিধি|| 

“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত।

সোমবার (২ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মুখ হতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত হয়, র‍্যলীটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।

বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, উপজেলা মৎস কর্মকর্তা নব আলো চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রিটন দেওয়ান প্রমুখ

বক্তারা বলেন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে প্রতিটা সেক্টরে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলেও বাড়ছে কৃষি, বনজ, বনায়ন সহ নানান বিষয়ে বাড়ছে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা বাড়লে শ্রমিকরা বেশি মজুরি পাবেন। মালিকরাও অধিক মুনাফা পাবেন। ভোক্তারা পাবেন সস্তায় মানসম্মত পণ্য ও সেবা। সর্বোপরি উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে সরকারের আয় বাড়বে, শিল্পায়ন ত্বরান্বিত হবে। এতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন সহজ হবে।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার পূর্ণ আচরনই পারে উৎপাদশীলতা বৃদ্ধি করতে।