বিএনপি জামাতের অপ-তৎপরতার প্রতিবাদে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিএনপি জামাতের জ্বালাও পোড়াও, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী অপ তৎপরতার প্রতিবাদে বাঘাইছড়িতে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি উপজেলা, পৌর এবং অঙ্গ সহযোগী সংগঠন।

রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে শান্তি সমাবেশের মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে সমাবেত হয়।

বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রতন দাশ, হাফেজ আহাম্মদ, শ্রমিক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

সভায় বক্তারা গতকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি জামায়েত সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং নিরপরাধ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পথচারীদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে বিএনপি জামাত। তারা আরো বলেন বাঘাইছড়ি হতে ঢাকা চট্টগ্রামে গিয়ে সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে যারা অংশগ্রহণ করবে তাদের শক্তহাতে প্রতিহত করা হবে। শান্ত বাংলাদেশে শান্তি বজায় রাখতে আওয়ামিলীগ সরকারের প্রতি জনগনকে আস্থা রাখার আহবান জানান।

সমাবেশে শতাধীক নেতাকর্মী অংশগ্রহন করে।